St. Francis Xavier's Girls' School & College

St. Francis Xavier's Girls' School & College

ESTD: 1912
EIIN-108489 | College Code-1381 | School Code-1103

Admission Information

১ম শ্রেণি-২০২৫
ভর্তি ফরম পূরণের নিয়মাবলি

অনলাইনে ভর্তি ফরম পূরণ করার নিয়ম

১) ভর্তি ফরম পূরণ করার জন্য ভিজিট করুন https://sfxgsc.edu.bd/admission-class-one/
২) ভর্তি ফরম পাওয়ার জন্য আপনার LASTD/লটারি নম্বর দিয়ে স্টেটাস চেক করুন।
৩) নির্বাচিত ছাত্রীরা তাদের পূর্বে প্রদত্ত ফোন নম্বরে ওটিপি/OTP পাবে তা দিয়ে সাবমিট করলে ভর্তি ফরম পাবে।
৪) ভর্তি ফরম সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে।
৫) ফরম সাবমিট করে বিকাশে পেমেন্ট করতে হবে। (এডুকেশন ফি অপশনে)
৬) পেমেন্ট সম্পন্ন করলে ভর্তি ফরম ডাউনলোড করা যাবে।
৭) ভর্তি ফরম ডাউনলোড করে তা রঙিন/কালার প্রিন্ট করতে হবে।

অনলাইনে ভর্তি ফরম পূরণের তারিখ ও সময়

ভর্তি ফরম অনলাইনে পূরণ করতে হবে আগামী ০৪/১২/২০২৪খ্রি: সকাল ৮ট হতে ৮/১২/২০২৪খ্রি: রাত ৮টার মধ্যে।
ভর্তি ফরমের মূল্য - ৩৫০/- (তিন শত পঞ্চাশ) টাকা বিকাশ পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে। (আবেদনের সময়ের নিয়ম অনুযায়ী)

বিকাশের মাধ্যমে ভর্তি ফরম মূল্য পরিশোধ করার প্রক্রিয়া

১) প্রথমে বিকাশ অ্যাপ লগইন করুন
২) তারপর মেনু থেকে Education Fee তে গিয়ে Search Institution থেকে St. Francis Xavier's Girls' School & College - School Section টি নির্বাচন করুন।
৩) পেমেন্ট এর মাস December-2024 নির্বাচন করুন এবং Lottery Id টি লিখুন।
৪) তারপর Proceed to pay তে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন।
৫) পেমেন্ট সমন্ন হলেই আপনার ফর্মটি ডাউনলোড করতে পারবেন।

ভর্তি এবং ভর্তি ফরম ও টাকা জমার তারিখ

লটরিতে নির্বাচিত ছাত্রীদের জন্য
আগামী ১২/১২/২০২৪খ্রি: সকাল ৮ঃ০০টা হতে ১০ঃ০০টা। (ভর্তির সময় অবশ্যই ছাত্রীসহ আসতে হবে।)
আপার কে.জি. ছাত্রীদের জন্য
আগামী ১০/১২/২০২৪খ্রি: তারিখ সকাল ৮:০০টা থেকে ১১:৩০মিনিট। (ভর্তির সময় অবশ্যই ছাত্রীসহ আসতে হবে।)

ভর্তি ফি ও অন্যান্য

১) ভর্তি ফি ও জানুয়ারি মাসের বেতন সহ ৮০০০/- (বেতন কাউন্টারে))
২) বই, খাতা, ড্রেস, জুতা, ব্যাগ, সুয়েটার, স্টেশনারী ইত্যাদি ৮০০০/- (বেতন কাউন্টারে)

ভর্তির সময় প্রয়োজনীয় যে সকল কাগজপত্র জমা দিতে হবে

১) অনলাইনে পূরণকৃত প্রিন্টেড ভর্তি ফরম। (রঙিন)
২) শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
৩) পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪) পিতা বা মাতা না থাকলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৫) লটারিতে নির্বাচিত ছাত্রীরা তারেদ লটারির প্রবেশ পত্র
৬) কিন্ডারগার্টেন থেকে নির্বাচিত শিক্ষার্থীদের রেজাল্ট কার্ডের ফটোকপি। (সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স কিন্ডারগার্টেন এর নির্বাচিত ছাত্রীদের জন্য প্রযোজ্য)
৭) ভর্তি ফি এর সমপরিমাণ টাকা।
৮) বিকাশ পেমেন্ট স্লিপ।

হেল্প লাইন

১) এই পেজের সমস্ত নির্দেশনা পরে নিচের দেওয়া "click link" বাটনে ক্লিক করুন।

২) যে কোনো প্রয়োজনে ফোন: ০২৪৭১১৪০৯৯, (ছুটির দিন ব্যতিত সকাল ৭:৩০মিনিট থেকে দুপুর ২:০০টা পর্যন্ত)

৩) ফরম পূরণে সমস্যা/ওয়েবসাইটে সমস্যা হলে মোবাইল: ০১৮৪৭১৯৮৯৫৭ ( সকাল ১১টা থেকে বিকাল ৩টা)

গুরুত্বপূর্ণ ও লক্ষণীয় বিষয় সমূহ

অত্র প্রতিষ্ঠানে ডোনেশনের মাধ্যমে কোন ছাত্রী ভর্তি করার নিয়ম নাই।

২য়-৯ম শ্রেণী পর্যন্ত কোন ক্লাশে ছাত্রী ভর্তি নেওয়া হলে পরে জানানো হবে।

How to Apply

Bangla Version admission result for Class One

Scroll to Top