St. Francis Xavier's Girls' School & College

St. Francis Xavier's Girls' School & College

ESTD: 1912
EIIN-108489 | College Code-1381 | School Code-1103

Code of Conducts

ছাত্রীদের অবশ্য পালনীয় নিয়মাবলী
১। মাতা-পিতা, শিক্ষক-শিক্ষিকা ও বড়দেরকে শ্রদ্ধা করবে। সদা সত্য কথা বলবে। গুরুতর অপরাধ করলেও মিথ্য বলবে না।
২। সৎ চিন্তা করবে। পাপ হতে দূরে থাকবে। সকল বিষয়ে লোভ সংবরণ করে চলবে।
৩। পিরিয়ড অন্তে এবং প্রয়োজনীয় শ্রেণি পরিবর্তনের সময় সম্পূর্ণ নীরবতা পালন করতে হবে। শিক্ষকের অনুপস্থিত সময়টুকুতে শ্রেণি ক্যাপ্টেনের কথা মানতে হবে।
৪। প্রত্যেকের সাথে সদ্ভাব বজায় রেখে চলবে। অগ্রজদের সম্মান করবে এবং মন্দ কাজে বাধা দিবে।
৫। প্রতিদিন পাঠ শিখে বিদ্যালয়ে আসবে। কোন ক্রমেই কাজ বিদ্যালয়ে এসে করতে পারবে না।
৬। ছুটির পর বিদ্যালয়ে হৈ-হুল্লা না করে ধীরশান্তভাবে বিদ্যালয় অঙ্গন ত্যাগ করবে।
৭। কো-কারিকুলার ক্লাস, লাইব্রেরি ক্লাস বা ব্যবহারিক ক্লাস থাকলে ছুটির সময় বিদ্যালয়ের ক্লাস রুটিন অনুযায়ী হবে।
৮। বিদ্যালয় অঙ্গন ও নিজেদের শ্রেণিকক্ষ নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে।
৯। পরীক্ষার সময় প্রয়োজনীয় কলম ও সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রপাতি সংগে আনবে। পরীক্ষা কক্ষে কোন অবস্থাতেই অন্যের কাছে কোন কিছু চাওয়া যাবে না। অসৎ উপায় অবলম্বনে পরীক্ষা বাতিল হবে।
১০। প্রত্যেক ছাত্রীকে সব কয়টি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শ্রেণি পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে অনুপস্থিত থাকলে পরবর্তীতে কোন অবস্থাতেই পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে না।
১১। স্কুলের পোশাক ছাড়া বিদ্যালয়ে আসা যাবে না।
১২। স্কুল চলাকালীন কোন শিক্ষার্থী শৃঙ্খলা কমিটির অনুমতি ব্যতিত স্কুল ত্যাগ করতে পারবে না।
Scroll to Top