St. Francis Xavier's Girls' School & College

St. Francis Xavier's Girls' School & College

ESTD: 1912
EIIN-108489 | College Code-1381 | School Code-1103

Guideline for parents

অভিভাবক/পিতা-মাতার প্রতি নির্দেশনা:
১। ছাত্রীগণ যেন প্রত্যহ এবং সময়মত বিদ্যালয় সমাবেশে উপস্থিত হয়-এ ব্যাপারে অভিভাবকগণ সচেতন থাকবেন।
২। বাড়ির কাজ এবং অনুশীলনীগুলো ছাত্রী ঠিকমত ডায়েরিতে লিখছে কিনা সে সম্পর্কে খোঁজ খবর নিবেন।
৩। স্কুল ইউনিফর্ম, পাঠ্যপুস্তক, শ্রেণি ও বাড়ির কাজের খাতা যাতে পরিপাটি এবং পরিচ্ছন্ন হয়, সে ব্যাপারে ছাত্রীকে উৎসাহ দান করবেন।
৪। বিদ্যালয়ের সাথে সর্বপ্রকার যোগাযোগের সময় ছাত্রীর পূর্ণ নাম, শ্রেণি, শাখা এবং আইডি নম্বর দিতে হবে।
৫। ছাত্রীর ডায়েরি হারালে অভিভাবক কর্তৃক ডায়েরি হারানো যুক্তিসঙ্গত কারণ সম্বলিত আবেদনপত্রসহ ১০০.০০ টাকা জমা দিয়ে আরেকটি ডায়েরি সংগ্রহ করতে হবে।
৬। বেতন পরিশোধ করার সময় হলো: মাসের ১-২০ তারিখ পর্যন্ত। রবিবার-বৃহস্পতিবার সকাল ৮:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত। পর পর তিন মাস বেতন অপরিশোধিত থাকলে পুনঃ ভর্তি ফিসহ অবশ্যই বেতন পরিশোধ করতে হবে, নতুবা নাম কাটা যাবে।
৭। স্কুল চলাকালীন কোন অভিভাবক/অভিভাবিকা স্কুল প্রাঙ্গণে থাকা নিষেধ।
৮। বিদ্যালয়ে আসার পর বিশেষ অসুস্থতা ছাড়া কোন কারণে ছুটি দেওয়া হবে না। জরুরি কোন কারণে ছুটির প্রয়োজন হলে অভিভাবককে আইডি কার্ড নিয়ে আসতে হবে।
৯। ইচ্ছাকৃতভাবে বিদ্যালয়ের কোন আসবাবপত্র অথবা কোন সম্পদের ক্ষতিসাধন করলে জরিমানা এবং শাস্তির বিধান রয়েছে।
১০। আপত্তিকর বা অনৈতিক কোন বই, ম্যাগাজিন এবং অন্যান্য মুদ্রিত জিনিসপত্র, যেকোন প্রকার অবাঞ্ছিত ছবি বা দ্রব্যসামগ্রী, CD, DVD, Mobile Phone প্রতিষ্ঠান প্রাঙ্গণে বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই জাতীয় অপরাধের মাত্রা বিবেচনায় ছাত্রীকে স্কুল হতে ছাড়পত্র প্রদান করা হবে।
Scroll to Top