"ফর্ম ডাউনলোড শুরু হয়েছে । পোর্টাল এ SSC রোল এবং মোবাইল নাম্বার এর OTP ভেরিফাই করে প্রিন্ট কপি ডাউনলোড করার অপশন পাবেন। "
অনলাইন ভর্তি ফরম পূরণের নিয়মাবলি
অনলাইনে প্রতিষ্ঠান প্রদত্ত ভর্তি ফরম পূরণের তারিখ
১৭ আগস্ট থেকে ২৭ আগস্ট , ২০২৪খ্রি:
ভর্তি এবং টাকা জমার তারিখ ও সময়
সকল বিভাগ: ২৭ আগস্ট , ২০২৪খ্রি:
সকাল ১০:০০টা থেকে ১১:৩০মিনিট
ভর্তির ফরম পূরণের নিয়মাবলি
১.নিচে উল্লিখিত ওয়েবসাইট লিংকে প্রবেশ করে এসএসসি- এর রোল ও নম্বর দিয়ে ভেরিফাই করে ভর্তি ফরম পূরণ করতে হবে।
২. ভর্তি ফরমে এসএসসি- এর ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র অনুযায়ী শিক্ষার্থীর ও পিতা-মাতার তথ্য পূরণ করতে হবে।
৩. সাম্প্রতিক ছবি আপলোড করতে হবে।
৪. ফরম পূরণ করে সাবমিট করে তা প্রিন্ট করে ভর্তির দিন আনতে হবে।
৫. বিভাগ ও বিষয় পছন্দের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
৬. পিতা-মাতার মোবাইল নম্বর সঠিক হতে হবে।
ভর্তির সময় যে সকল কাগজ জমা দিতে হবে
১. কলেজের ওয়েবসাইট হতে পূরণকৃত ভর্তি ফরম।
২. এসএসসি- এর প্রশংসাপত্র এবং ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি।
৩. কলেজ নিশ্চায়নের প্রিন্ট কপি।
৪. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
৫. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৬. ভর্তির সমপরিমাণ টাকা।
বিষয় সমূহ
বিজ্ঞান
ব্যবসায়শিক্ষা
মানবিক
বাংলা
বাংলা
বাংলা
ইংরেজি
ইংরেজি
ইংরেজি
তথ্যওযোগাযোগপ্রযুক্তি
তথ্যওযোগাযোগপ্রযুক্তি
তথ্যওযোগাযোগপ্রযুক্তি
পদার্থবিজ্ঞান
হিসাববিজ্ঞান
অর্থনীতি
রসায়ন
ব্যবসায়সংগঠনওব্যবস্থাপনা
সমাজকর্ম
জীববিজ্ঞান
ফিন্যান্স, ব্যাংকিংওবীমা
ভূগোল‚ওপরিবেশ
উচ্চতরগণিত
উৎপাদনব্যবস্থাপনাওবিপণন
গার্হ্যস্থবিজ্ঞান
৪র্থ বিষয়/ঐচ্ছিক বিষয়
বিজ্ঞান
ব্যবসায়শিক্ষা
মানবিক
জীববিজ্ঞান
অথবা
উচ্চতরগণিত
ফিন্যান্স, ব্যাংকিংওবীমা
অথবা
উৎপাদনব্যবস্থাপনাওবিপণন
গার্হ্যস্থবিজ্ঞান
## ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাদির জন্য visit করুন (www.sfxgsc.edu.bd) অথবা প্রতিষ্ঠানের অফিশিয়াল ফেসবুক পেইজে। (ভর্তি সংক্রান্ত কাজে নিশ্চায়ন কপি অবশ্যই সঙ্গে আনতে হবে।)
## অনলাইনে যেকোনো আবেদন সংক্রান্ত জটিলতার জন্য – 0247114099
## প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য ও ভর্তি ফরম ফিলাপে সহযোগিতা: 0247114099