রাজধানী ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ‘আইডিয়াল ডিবেটিং ক্লাব’এর উদ্যোগে তিন দিন ব্যাপী ১৫তম জাতীয় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল শেষে গত ২৯ এপ্রিল, ২০১৮ ইং তারিখে ফাইনাল পর্ব সম্পন্ন হয়। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের স্বনামধন্য ৩২টি বিদ্যালয়। ‘এই সংসদ নারী কোটায় বিশ্বাস করে না’ -এই বিষয়বস্তুর ওপর সরকারী ও বিরোধী দলের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বে সরকারী দলে ছিল ১৯১২ সালে প্রতিষ্ঠিত পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজের ‘জেভেরিয়ান ডিবেটিং ক্লাব’এবং বিরোধী দলে ছিল সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের ‘যোসেফাইট ডিবেটিং ক্লাব’। বিরোধী দলকে হারিয়ে সরকারী দল ‘জেভেরিয়ান ডিবেটিং ক্লাব’ চ্যাম্পিয়ানের মর্যাদা অর্জন করে। ‘জেভেরিয়ান ডিবেটিং ক্লাবের’ বিতার্কিক ছিল মোহিনী পৃথুলা (১০ম শ্রেণি), জেরিন আগ্নেশ রোজারিও (১০ম শ্রেণি) এবং জান্নাতুল ফিরদাউস মীম (৯ম শ্রেণি)।
‘জেভেরিয়ান ডিবেটিং ক্লাবের’ আহ্বায়ক শিক্ষক জুলিয়ানা শেফালী গমেজ বলেন, ‘আমরা ছাত্রীদের যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তুলতে চাই। আমরা প্রতিষ্ঠানের মান-মর্যাদা ও সুনাম অক্ষুন্ন রাখতে চাই।’ প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেরী পালমা, আর.এন.ডি.এম বলেন, ‘ছাত্রীদের যুগোপযোগী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য, যাতে তারা চ্যালেঞ্জ মোকাবিলা করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা চাই ছাত্রীরা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌছে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখুক।’ প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সিস্টার মায়া গেট্রুড রোজারিও, আর.এন.ডি.এম বলেন, ‘অত্র বিদ্যালয়ের ছাত্রীদের বিতর্কে চ্যাম্পিয়ান হওয়াতে আমি অত্যন্ত আনন্দিত। আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই। ছাত্রীদের জন্য রইল আমার আশির্বাদ এবং আমি তাদের সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।’
‘আইডিয়াল ডিবেটিং ক্লাব’ কর্র্র্তৃক আয়োজিত জাতীয় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত ৩২টি বিদ্যালয়ের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ, সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ, সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ওয়াই.ডব্লিউ.সি.এ, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ।
উল্লেখ্য, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজে ছাত্রীদের যোগ্য, দক্ষ, অভিজ্ঞ ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষে গঠনমূলক বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি রয়েছে বিভিন্ন কার্যক্রম। জেভেরিয়ান ডিভেটিং ক্লাব, জেভেরিয়ান বিজ্ঞান ক্লাব, জেভেরিয়ান ইংরেজি ক্লাব, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যাগাজিন প্রকাশ, বিজ্ঞান মেলা, দেয়ালিকা প্রদর্শণ, হস্তশিল্প প্রদর্শণ, ক্লাসপার্টি, পিঠা উৎসব, রচনা, হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারী দিবস, শিশু দিবস, শিক্ষকদিবসসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ইত্যাদি উল্লেখযোগ্য।