সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল ও কলেজের শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া
সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল ও কলেজের শিক্ষার্থী ভর্তি, ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে হয়ে থাকে। সাধারণত নভেম্বর মাসে ১ম শ্রেণিতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। ভর্তির সকল কার্যক্রম ভর্তি কমিটির পরিচালনা করে। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
১। শিক্ষার্থীর বয়স ৬ বছর থেকে ৬ বছর ৩ মাস হতে হয়।
২। ভর্তি ফর্ম পূরণের সময় শিক্ষার্থীর অভিভাবক কর্তৃক প্রদেয় সকল তথ্য কখনই পরিবর্তন করা যাবে না।
৩। ভর্তি ফর্মের সংগে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হয়।
৪। নির্ধারিত তারিখে শিক্ষার্থীর পিতা মাতা সহ সাক্ষাৎকার নেয়া হয়।
৫। নির্বাচিত সঠিক ভাবে পূরণকৃত আবেদন ফর্ম অভিভাবকদের সম্মুখে লটারীর মাধ্যমে ভর্তির জন্য গৃহীত হয়।
৬। সম্পূর্ন ভর্তি প্রক্রিয়া চলাকালীন সকলের নিরাপত্তা নিশ্চিত করা হয় স্থানীয় থানায় আবেদন করে নিরাপত্তা বলয় তৈরী করে।
৭। যথাসময়ে ভর্তি হয়ে প্রদেয় তারিখ অনুসারে ওরিয়েন্টেশন ক্লাস হয়।
৮। এই স্কুলে ডোনেশনের মাধ্যমে ভর্তির কোন সুযোগ নেই। কাজেই কোন মাধ্যমে ডোনেশন দিয়ে প্রতারিত হবেন না। প্রতারিত হলে স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৯। কোন ব্যক্তিগত যোগাযোগ ছাত্রীর অযোগ্যতা বলে বিবেচিত হয়।
১০। আসন খালি থাকা সাপেক্ষে অন্যান্য শ্রেণিতে সীমিত সংখ্যক শিক্ষার্থী ভর্তি নেয়া হয়।
১১। খুব বড় বা খুব ছোট শিক্ষার্থীদের ফর্ম সাক্ষাৎকার নেবার সময়ই বাতিল করা হয়।
১২। দুই বছর অকৃতকার্য হলে শিক্ষার্থীকে স্কুলের নিয়ম অনুসারে টি.সি. দেওয়া হয় ।
১৩। ভর্তিকৃত শিক্ষার্থী এবং তার অভিভাবককে অবশ্যই স্কুলের সকল নিয়ম মেনে চলতে হবে।
প্রিন্সিপাল
সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল ও কলেজ।