বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞান আমাদের শিক্ষা দেয়-যে শিক্ষা ধারাবাহিক, বিশ্লেষণপন্থি ও বাস্তব। একটি বাস্তব কার্যকরণ নিয়মের আবিষ্কার বিজ্ঞানের কাজ। কেন হচ্ছে, কিজন্য হচ্ছে, বিজ্ঞানই বলে দিতে পারে। বিজ্ঞানের ব্যাপক বিস্তারে, বিকাশে, রূপদানে যে-কোন জাতি বা দেশের সর্বাঙ্গিণ উন্নতি নির্ভর করে। বিজ্ঞান ছাড়া কোনো শিক্ষাকেই এখন পূর্ণাঙ্গ বলে বিবেচনা করা হয় না।
প্রতিষ্ঠালগ্ন থেকে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ বিজ্ঞান শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে আসছে। ছাত্রীদের বৈজ্ঞানিক জ্ঞানে সমৃদ্ধকরণ তথা আরো যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ করে গড়ার মহান মানসিকতা নিয়ে গঠন করা হয়েছে “জেভেরিয়ান বিজ্ঞান ক্লাব”। গত ২৮/০২/২০১৮ ইং তারিখে দুপুর ১.০০ টায় প্রতিষ্ঠানের অডিটরিয়ামে এ ক্লাবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেরি পালমা, আর.এন.ডি.এম।
জেভেরিয়ান বিজ্ঞান ক্লাবের উদ্বোধনকালে অধ্যক্ষ বলেন, ‘মানবজীবন গঠন ও বিকাশের ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব অবশ্যই স্বীকার্য। জীবনকে যোগ্যতর করে তোলা সম্ভব বিজ্ঞানের সাহায্য নিয়ে। সুন্দর জীবন ও সমাজ গঠনের জন্য বিজ্ঞানের প্রয়োজনীয়তা যুগ যুগ স্বীকৃত হয়ে এসেছে। বিজ্ঞান শিক্ষার সুযোগে জাতি সংস্কারমুক্ত, গতিশীল ও আধুনিক যুগের উপযোগী হয়ে উঠবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে ছাত্রীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলাই বিজ্ঞান ক্লাবের মূল লক্ষ্য।’ এ সময় তিনি ছাত্রীদের উদ্দেশে আরো বলেন, ‘তোমরা জ্ঞানের সন্ধানে নিজেকে নিয়োজিত রাখ। নতুনকে জানার আগ্রহে এবং মানব কল্যাণে অবদান রাখার প্রত্যয়ে এগিয়ে যাও।’
উপস্থিত শিক্ষকদের মধ্যে জীববিজ্ঞানের শিক্ষক আফরীনা হক বলেন, ‘বিজ্ঞানের বৈচিত্র্যময় অবদানের প্রেক্ষিতেই আজকের বিশ্বের মানুষের জীবন হয়েছে সরল, সহজ; হয়েছে সুখকর। বিজ্ঞানের যে জয়যাত্রা তা ছড়িয়ে গেছে জীবনের সর্বত্র; বিশ্বের সর্বত্র। বিজ্ঞানের উন্নতিতে আজ বিশ্বজগৎ চমৎকৃত ও বিস্মিত। আমরা চাই আমাদের ছাত্রীরা বিজ্ঞান ক্লাবের মাধ্যমে নতুন নতুন জ্ঞান অর্জন ও জ্ঞানের আদান-প্রদান করে যুগোপযোগী হয়ে গড়ে ওঠুক।’
জীববিজ্ঞানের শিক্ষক কাজী মাহবুবা আখতার বলেন, মানুষ নিজেদের প্রয়োজনে বিজ্ঞানের সাধনায় নিয়োজিত হয়েছে। মানুষের সাধনার বলেই বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি সাধিত হয়েছে। আমরা চাই আমাদের ছাত্রীরাও জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে গড়ে ওঠুক।
প্রাথমিক পর্যায়ে চার সদস্যের কমিটি গঠন করে বিজ্ঞান ক্লাবের সাংগঠনিক কাঠামো গঠন করা হয়েছে। শিক্ষার্থী জেরিন আগনেশ রোজারিওকে সভাপতি, মহিনী পৃথুলাকে সহ-সভাপতি, ফাতেমা-তুজ জোহরাকে সাধারণ সম্পাদক এবং তাসমিয়া লামিয়াকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
বিজ্ঞান ক্লাবের সভাপতি বিজ্ঞান ক্লাবের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বলে, ‘বৈজ্ঞানিক দক্ষতা বৃদ্ধি, বৈজ্ঞানিক জ্ঞানের সাথে নিজেদের প্রজ্বলিত করা এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলাই বিজ্ঞান ক্লাবের প্রধান লক্ষ্য। লক্ষ্য অর্জনে আমরা আধুনিক বিশ্বের নতুন নতুন আবিষ্কার সম্পর্কে আলোচনা করব; বিজ্ঞান প্রজেক্ট, অলিম্পিয়াড ও ম্যাগাজিনসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করব; জ্ঞান ও দক্ষতা অর্জনমূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণসহ বৈজ্ঞানিক বিষয়সম্পর্কিত গবেষণায় নিজেদের নিয়োজিত রাখব।’
উল্লেখ্য, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুল এন্ড কলেজে ছাত্রীদের যোগ্য, দক্ষ, অভিজ্ঞ ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষে গঠনমূলক বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি রয়েছে বিভিন্ন কার্যক্রম। জেভেরিয়ান ডিবেটিং ক্লাব, জেভেরিয়ান ইংরেজি ক্লাব, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যাগাজিন প্রকাশ, বিজ্ঞান মেলা, ক্লাসপার্টি, পিঠা উৎসব, দেয়ালিকা, রচনা, হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারী দিবস, শিশু দিবস, শিক্ষকদিবসসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ইত্যাদি উল্লেখযোগ্য।