১ম শ্রেণি-২০২৬
অনলাই আবেদন ফরম বা লটারি ফরম পূরণের নিয়মাবলি
অনলাই আবেদন ফরম বা লটারি ফরম পূরণের নিয়মাবলি
১) ভর্তি ফরম পূরণ করার জন্য ভিজিট করুন
https://sfxgsc.edu.bd/lottery-apply-instruction-class-one/
২) আবেদন ফরম পূরণ করার জন্য Apply Now বাটনে ক্লিক করুন।
৩) তারপর ফরমটি সম্পুর্ণ বাংলায় পূরণ করুন তবে যেসকল স্থানে ইংরেজিতে পূরণ করতে বলা হয়েছে তা ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন।
৪) ছবি ও স্বাক্ষরের সাইজ সম্পর্কে প্রদত্ত নির্দেশনা অনুসরন করুন।
৫) ফরম পূরণ শেষে সাবমিট করুন এবং ফরমের মূল্য বিকাশের মাধ্যমে পরিশোধ করুন।
৬) পেমেন্ট সম্পন্ন করলে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
৭) আবেদন ফরম ডাউনলোড করে তা রঙিন/কালার প্রিন্ট করতে হবে।
অনলাই আবেদন ফরম বা লটারি ফরম পূরণের তারিখ ও সময়
ভর্তি ফরম অনলাইনে পূরণ করতে হবে আগামী ২৫/১০/২০২৫খ্রি: সকাল ৮ট হতে ০৫/১১/২০২৫খ্রি: রাত ১১:৫৯ মিনিটের মধ্যে।
আবেদন ফরমের মূল্য - ৫৫০/- (পাঁচ শত পঞ্চাশ) টাকা বিকাশ পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে।
বিকাশের মাধ্যমে আবেদন ফরমের মূল্য পরিশোধ করার প্রক্রিয়া
১) প্রথমে বিকাশ অ্যাপ লগইন করুন
২) তারপর মেনু থেকে Education Fee তে গিয়ে Search Institution থেকে St. Francis Xavier's Girls' School & College - School Section টি নির্বাচন করুন।
৩) পেমেন্ট এর মাস অক্টোবর মাসের মধ্যে পেমেন্ট করলে October-2025 এবং নভেম্বর মাসে পেমেন্ট করলে November-2025 নির্বাচন করুন এবং প্রাপ্ত Lottery Id টি লিখুন।
৪) তারপর Proceed to pay তে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন।
৫) পেমেন্ট সমন্ন হলেই আপনার ফর্মটি ডাউনলোড করতে পারবেন।
ভর্তি ফরম পূরণের তারিখ ও সময়
(লটরিতে নির্বাচিত ছাত্রীদের জন্য )
লটারিতে নির্বাচিত ছাত্রীদের জন্য:
আগামী ১৬/১১/২০২৫খ্রি: সকাল ৮ঃ০০টা হতে ১৯/১১/২০২৫খ্রি: ১১০০টা। (ভর্তির সময় অবশ্যই ছাত্রীসহ আসতে হবে।)
আপার কে.জি. ছাত্রীদের জন্য: আগামী ০৩/১২/২০২৫খ্রি: তারিখ সকাল ৮:০০টা থেকে ১১:৫৯মিনিটের মধ্যে ভর্তি ফরম পূরণ করতে হবে। (ভর্তির সময় অবশ্যই ছাত্রীসহ আসতে হবে।)
ভর্তি ও ভর্তি ফি জমার তারিখ ও সময়
লটারিতে নির্বাচিত ছাত্রীদের জন্য
আগামী ০৩/১২/২০২৫খ্রি: সকাল ৭:৩০মিনিট হতে ১১:৩০ মিনিট পর্যন্ত(ভর্তির সময় অবশ্যই ছাত্রীসহ আসতে হবে।)
আপার কে.জি. ছাত্রীদের জন্য: আগামী ০৪/১২/২০২৫খ্রি: তারিখ সকাল ৭:৩০টা থেকে ১১:৩০মিনিট পর্যন্ত। (ভর্তির সময় অবশ্যই ছাত্রীসহ আসতে হবে।)
ভর্তি ফি ও অন্যান্য
১) ভর্তি ফি ও জানুয়ারি মাসের বেতন সহ (বেতন কাউন্টারে))
২) বই, খাতা, ড্রেস, জুতা, ব্যাগ, সুয়েটার, স্টেশনারী ইত্যাদি (বেতন কাউন্টারে)
ভর্তির সময় প্রয়োজনীয় যে সকল কাগজপত্র জমা দিতে হবে
১) অনলাইনে পূরণকৃত রঙিন প্রিন্ট করা ভর্তি ফরম। (রঙিন)
২) শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
৩) পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪) পিতা বা মাতা না থাকলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৫) লটারিতে নির্বাচিত ছাত্রীরা তাদের লটারির প্রবেশ পত্র
৬) কিন্ডারগার্টেন থেকে নির্বাচিত শিক্ষার্থীদের রেজাল্ট কার্ডের ফটোকপি। (সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স কিন্ডারগার্টেন এর নির্বাচিত ছাত্রীদের জন্য প্রযোজ্য)
৭) ভর্তি ফি এর সমপরিমাণ টাকা।
৮) বিকাশ পেমেন্ট স্লিপ।
হেল্প লাইন
১) এই পেজের সমস্ত নির্দেশনা পরে নিচের দেওয়া "click link" বাটনে ক্লিক করুন।
২) যে কোনো প্রয়োজনে ফোন: ০২৪৭১১৪০৯৯, (ছুটির দিন ব্যতিত সকাল ৭:৩০মিনিট থেকে দুপুর ২:০০টা পর্যন্ত)
৩) ফরম পূরণে সমস্যা/ওয়েবসাইটে সমস্যা হলে মোবাইল: ০১৮৪৭১৯৮৯৫৭ ( সকাল ১১টা থেকে বিকাল ৩টা)
গুরুত্বপূর্ণ ও লক্ষণীয় বিষয় সমূহ
অত্র প্রতিষ্ঠানে ডোনেশনের মাধ্যমে কোন ছাত্রী ভর্তি করার নিয়ম নাই।
২য়-৯ম শ্রেণী পর্যন্ত কোন ক্লাশে ছাত্রী ভর্তি নেওয়া হলে পরে জানানো হবে।